সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ফুলজোড় নদীর কারণে আগে তেমন চাষাবাদ হয়নি। তবে অনাবদি জমিতে এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে আম, মিষ্টি কুমড়া,বিটি বেগুন, বাদাম, ভূটা ও গমসহ বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ করে লিটন শেখসহ শত কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটছে। চরাঞ্চলে উৎপাদিত সবজি উপজেলায় সবজির চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকাসহ আশপাশের উপজেলাগুলোতে রপ্তানি হচ্ছে। ছবিটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর নূরনগর এলাকা থেকে তোলা। রোববার, ২৩ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/আব্দুল্লাহ আল মারুফ