সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলন বিলের প্রত্যন্ত গ্রামঞ্চলে সারি সারি তাল গাছ, কালের স্বাক্ষী হয়ে এক পায়ে দাড়িয়ে আছে। বিগত কয়েক বছর যাবৎ দেশে বজ্রপাতে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে পরিবেশ বিজ্ঞানীরা বলছে, তাল গাছ বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে। অথচ দেশে ইটভাটায় আবাধে কাঠ পোড়ানোর ফলে ভূমি মালিকেরা তাদের জমিতে রোপিত তাল গাছগুলো বিক্রি করে দিচ্ছে। তাল গাছ রক্ষায় প্রশাসনের পদক্ষেপ জরুরী হয়ে পড়েছে। শুক্রবার, ২৬ এপ্রিল। ছবি : পিবিএ