পিবিএ,সিরাজগঞ্জ: বৃহস্পতিবার ১১.৩০ ঘটিকা হতে ০২.৩০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় বিভিন্ন প্রসাধনী দোকানে অভিযান পরিচালনা করেন। এসময়ে মেয়াদ উত্তীর্ন প্রসাধনী,অন-অনুমোদিত বিদেশী ব্যান্ডের প্রসাধনী নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করার দায়ে এবং সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ১৪টি দোকনের মালিককে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্যট ফয়সাল আহমেদ এর আদালতে হাজির করা হলে আদালত নিয়ে বর্ণিত ব্যক্তিদেরকে বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেন ।
অর্থ দন্ডে দন্ডিত ব্যক্তিরা হলেন ১। মেসার্স আল মদীনা ষ্টোর, মোহাম্মদ আলী (৫০), পিতা- মুছা শেখ, ৩০,০০০/- ২। আল মদীনা ষ্টোর, মোঃ জহুরুল ইসলাম (৫২), পিতা-মৃত আলী বক্র শেখ ৩০,০০০/- ৩। জান্নাতি ষ্টোর মোঃ রবিউল ইসলাম (২৭), পিতা- মোঃ জহুরুল ইসলাম ২,০০০/- , ৪। সিরাজ স্টোর, মোঃ মাহবুবুর রহমান (৪৩), পিতা- মোঃ আব্দুল হামিদ, ১,০০০/- ৫। অনুপম বিপনী কেন্দ্র, মোছা: অনিকা (২৫), সামী -মো: আকাশ,১০০০/- ৬। প্রগতি ষ্টোর, বাপ্পী সাহা (৩০), পিতা- মৃত গোপাল চন্দ্র সাহা ৩০,০০০/-৭। আলাউদ্দিন ষ্টোর, মো: মাছুদ শেখ(৩৫), পিতা- মৃত আলাউদ্দিন শেখ, ৫,০০০/- ৮। প্রিয়জন ষ্টোর, অপূর্ব সাহা (৪০), পিতা- প্রবাদ চন্দ্র সাহা, ২,০০০/- ৯। গিফট ওয়াল্ড ষ্টোর, ফেরদৌস রহমান, (৩৮) পিতা- মো: আইয়ুব আলী, ৩০,০০০/- ১০। লেডিস কর্নার, রাজন সাহা, পিতা-অংশু গোপাল সাহা, ২,০০০/-১১। হেলথ কনফেকশনারী এন্ড কসমেটিকস,অজয় দত্ত (৪৫), পিতা- মৃত গোপাল চন্দ্র দত্ত, ৫,০০০/-১২। বিহঙ্গ ডিপার্টমেন্টাল স্টোর, মোŦ ফরহাদ হোসেন, (৩০), পিতা- আবু বক্কর সিদ্দিক, ৫,০০০/- ১৩। নিউ রুপালী ষ্টোর, মোŦ শহীদ কাদির, (২৬) পিতা-মৃত মোহাম্মদ আলী ৫,০০০/-১৪। বোব সিটি গোল্ড কালেকশন, বিমান সাহা, (৪২), পিতা- কার্তিক সাহা, ৫,০০০/- মোট জরিমানা-১,৫৩,০০০/- টাকা।
উল্লেখিত ব্যক্তিদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০১৮ এর ৪১ ধারায় সর্বমোট ১,৫৩,০০০/- জরিমানা করা হয়।
ভেজাল পণ্য/ঔষধ এর বিরুদ্ধে র্যাব-১২ এর অভিযান অব্যহত থাকবে।
পিবিএ/এসডি