পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে চক শিয়ালকোলের ১নং ওয়ার্ড আ’লীগের সহসভাপতি আমিনুল ইসলাম (৪৫) কে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করলে বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলজিইডি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমিনুল ওই গ্রামের মৃত ফজল শেখের ছেলে।
আহত আমিনুলের খালাতো ভাই কায়ছার আলী মাসুদ পিবিএকে জানান, চক শিয়ালকোল আমির হোসেনের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আমিরের ছেলেরা অনেকবার হুমকি দেয়। এ বিষয়ে গত ৮ মার্চ সদর থানায় একটি জিডি করা হয়।
তিনি আরো জানান, রাতে আমরা জমি দেখতে যায়। এসময় আমির হোসেনের ভারাটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এ সময় আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আমার খালাতো ভাই আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ পিবিএকে বলেন, আহত আমিনুলের মাথায়, মুখে, হাতে, পিঠে ও চোয়ালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ পিবিএকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পিবিএ/এসএলকে/এফএস