পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান (২৩) ও মো. ফয়সাল আহমেদ মিন্টু (২৩), নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। আটককৃতরা সিরাজগঞ্জ উপজেলা খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী মধ্যপাড়া গ্রামের মো. মেহেদী হাসান হাসান পিতা মো. মাহবুবুর রহমান, ও মো. ফয়সাল আহমেদ মিন্টু পিতা মো. আমিনুল ইসলামের পুত্র।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ২টার সময় এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় এসআই মো. ইয়াছিন আরাফাত পিপিএম সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. মেহেদী হাসান ও মো. ফয়সাল আহমেদ মিন্টু নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। (ছবিসহ)
পিবিএ/সোহাগ হাসন জয়/এসডি