পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুদ রানা (২৮) ও রুবেল হোসেন (৩১) কে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
আটককৃতরা হলেন, সদর উপজেলার ভাটপিয়ারী পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রুবেল হোসেন ও ব্রাক্ষ্মন বয়রা গ্রামের দুলাল মন্ডলের ছেলে মাসুদ রানা।
সদর থানার এএসআই ইবনে জুবায়ের জানান, বৃহস্পতিবার রাতে খোকশাবাড়ী ইউনিয়নের তালুকদার মোড়ে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে উদ্ধারকৃত আলামত ও আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/সোহাগ হাসান/এসডি