পিবিএ,সিরাজগঞ্জ: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ টি দেশীয় তৈরী ছোরা ও ৯০ পিস ইয়াবাসহ ০৪ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল।
আটককৃতরা হলেন ভুয়াপুর থানার রামপুর গ্রামের হযরত আলীর ছেলে মোঃ জাকির হোসেন(৩২), মধুপুর থানার অলিপুর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ সুলতান মাহমুদ(৩৫), মধুপুর থানার বেকারকোনা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ লিটন(২৭) এবং ঘাটাইল থানার রুপের বয়ড়া গ্রামের মোঃ আজাহর আলীর ছেলে লিক্সন মিয়া(৩০)। এ সময় তাহাদের নিকট হইতে ০৩ টি ছোরা, ৯০ পিস ইয়াবা, ০১ টি সিএনজিচালিত অটো রিক্সা, ০৫ টি মোবাইলসেট ও নগদ ১৫,০০০/- টাকা উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রিঃ তারিখ রাতে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বেকারকোনা গ্রামে অভিযান পরিচালনা করে তাহাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পিবিএ/সোহাগ লুৎফুল কবির/এসডি