পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা ভাইরাস জয় করা ১১৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ সময় করোনা থেকে মুক্ত হওয়া পুলিশ সদস্যদের এন্ডিবডি পরীক্ষার জন্য
রক্তের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শিডে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ
সুপার মো. হাসিবুল আলম বিপিএম। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, শরাফত ইসলাম ও ফাহমিদা শেলী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে করোনাকালে পুলিশের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে পুলিশ সুপার মো. হাসিবুল আলম বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখেই জনগণের সেবায় নিয়োজিত রয়েছে পুলিশ সদস্যরা। করোনাকালেও তারা সাহসী ভূমিকা পালন করেছে। করোনা যুদ্ধে অনেক পুলিশ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় প্লাজমা সেন্টার পুলিশ হাসপাতাল। সুস্থ্য হওয়া পুলিশ সদস্যদের প্লাজমা নেয়া হচ্ছে। এই প্লাজমা দিয়ে পুলিশসহ বিভিন্ন করোনা রোগীদের সুস্থ্য হচ্ছেন। পুলিশ সুপার আরও বলেন, জেলায় তিনিসহ মোট ১৩০ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ১১৩ জন করোনাকে জয় করে সুস্থ্য হয়ে কর্মস্থলে ফিরেছেন। দুজনের মৃত্য হয়েছে এবং ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। অনুষ্ঠানে সুস্থ্য হয়ে ফিরে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয় এবং মৃত দুজনের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শান্তি কামনা করা হয়। পরে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আসা টেকনিশিয়ানরা সুস্থ্য পুলিশ সদস্যদের এন্টিবডি পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করেন।
পিবিএ/সোহাগ হাসান জয়/এসডি