সোহাগ লুৎফুল কবির,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে আপন চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে আব্দুল বাছেদ (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাটাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওই গ্রামের মৃত আবু হোসেন আলীর ছেলে।
সম্পর্কিত খবরসিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যুসিরাজগঞ্জে পানিবন্দি দেড় লাখ মানুষবেপরোয়া গাড়ি কেড়ে নিলো ৩ জনের প্রাণ
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, পারিবারিক কোন্দলের জের ধরে দুপুরে চাচাতো ভাই আবু শাহীনের সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুলের। এক পর্যায়ে শাহীন তার হাতে থাকা হাসুয়া দিয়ে আব্দুলের গলায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
পিবিএ/এসডি