পিবিএ,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কামারখন্দে চারটি বাসের চতুর্মুখী সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন বাসযাত্রী।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. হামিম পিবিএ’কে জানান, ঢাকা থেকে
উত্তরবঙ্গগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফাইভ স্টার পরিবহণের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এ সময় পেছন থেকে ডিপজল ও এনা পরিবহণের দুটি বাস হানিফ পরিবহণের সাথে ধাক্কা খায়। এতে চতুর্মখী সংঘর্ষের ঘটনা ঘটে। সামনে থাকা হানিফ ও ফাইভ স্টার পরিবহণের বাস দুটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
এছাড়াও প্রতিটি বাস থেকেই প্রায় ৩০ জনের মত আহত যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য
অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না দুর্ঘটনায় আহতদের খবরা খবর নিতে হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন।
পিবিএ/আবদুল্লা আল মামুন/ইকে