সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ির চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, ঢাকা-পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় পৌছলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...