পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পাঁচলিয়া হাটে গণ জমায়েতকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান (৪২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য,পাঁচলিয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে।
সলঙ্গা থানার ওসি জেড জেড মো: তাজুল হুদা জানান, বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/সোহাগ হাসান জয়/এসডি