সিরাজগঞ্জে পুলিশ সদস্যের করোনা শনাক্ত

সোহাগ লুৎফুল কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বসবাসকারী বগুড়া আদালতে কর্মরত এক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১১ মে) পৌরশহরের থানা মোড়ে ইবনেসিনা ডায়গনেস্টিক সেন্টার, অনুপম মেডিকেল হল, ডা. সুকুমার সুর রায়ের বাড়ি ও ওই পুলিশ সদস্যের ঝিকিড়া মহল্লার ভাড়াবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এর আগে, আক্রান্ত ওই পুলিশ সদস্য রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার ভাড়া বাড়িতে এসে পৌর শহরের ইবনে সিনা ডায়গনেস্টিক সেন্টারে ডা. সুকুমার সুর রায়ের কাছে চিকিৎসা নিয়ে পাশের অনুপম মেডিকেল হল থেকে ওষুধ কেনেন। তিনি বাড়িতে এসে তার স্ত্রী ও দুই মেয়ের সংস্পর্শেও আসেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, বগুড়া আদালতে কর্মরত ওই পুলিশ সদস্যের শরীরে কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষার জন্য বগুড়ায় নমুনা জমা দিয়ে রোববার সকালে জেলার উল্লাপাড়ায় তার ভাড়া বাড়িতে আসেন। বিকেলে বগুড়ার নন্দীগ্রাম থানায় এএসআই হিসেবে কর্মরত তার ছেলে পিতার করোনা পজেটিভের ফলাফল জানতে পেরে রাতেই বাবাকে বগুড়ায় নিয়ে যান।

এ ঘটনায় সোমবার সকালে পৌরশহরের থানা মোড়ে ইবনে সিনা ডায়গনেস্টিক সেন্টার, অনুপম মেডিকেল হল, ডা. সুকুমার সুর রায়ের বাড়ি ও ওই পুলিশ সদস্যের ঝিকিড়া মহল্লার ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার দুই মেয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...