সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ব্যবাসায়ী আলহাজ্ব দেওয়ান শহিদুজ্জামান শুভর বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর-সয়াধানগড়া (নতুনপাড়া) এলাকা থেকে নারী-পুরুষ ও স্বজনেরা এই মানববন্ধন করেন। এসময় মানববন্ধনে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করেন এলাকাবাসী। একই সাথে উদ্দেশ্যমূলকভাবে যারা নিরাপরাধ মানুষকে হয়রানি করছে তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানায় স্থায়ীয়রা।
স্থানীয়দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এম এ লতিফ, শুভর পিতা দেওয়ান তোফাজ্জল হোসেন, মাতা মোছাঃ সেহেলী জাহান, আলী আজগর রিপন, সাইদুর রহমান খোকন, মাসুদ আহমেদ কায়েস ও আক্তারুজ্জামান প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, পাওয়া টাকা যাতে না দিতে হয় এজন্য সদর উপজেলার নলিছাপাড়া এলাকা একটি চক্র আমাদের কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের জন্যই এই মিথ্যা ঘটনা সাজিয়েছে তারা। বিষয়টি ভিন্নখাতে নেওয়ার জন্য ফ্লাওয়ার মিলের মালিকসহ স্বার্থনেশীমহল এই মিথ্যা মামলা সাজিয়েছে। একারণে দেওয়ান শহীদুজ্জামান শুভর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধার পর সদর উপজেলার নলিছাপাড়া এলাকায় তার ফ্লাওয়ার মিলের সামনে এনজেল ফুড কারখানায় পাওনা টাকা চাইতে গেলে আশফাকুল আওয়াল খান ও এনজেল ফুডস এর মালিক বাবু কথাকাটাকাটি হয়। পরে আশফাক অসুস্থ্য হয়ে পড়লে দেওয়ান শুভ তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ জিজ্ঞাবাদের জন্য শুভকে থানায় নিয়ে যায়। নিহত আশফাকুল পৌর এলাকার নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই রাকিব হাসিব খান বাদী হয়ে দেওয়ান শহিদুজ্জামান শুভসহ ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।