সিরাজগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

সোহাগ হাসান জয় ,সিরাজগঞ্জ: শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও ‘এ’প্লাস ক্যম্পেইন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১ টার সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উদযাপন উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: মো: নূরুল আমীন এর সভাপতিত্বে মত বিনিময়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হারুণ অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, অর্থ সম্পাদক নূরুল ইসলাম রইসি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম আলমগীর হোসেন প্রমূখ।মতবিনিময় সভাটি সঞ্চালনায় করেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ এজবার আলী।

সিভিল সার্জন ডা: মো: নূরুল আমীন বলেন, এ ক্যাম্পেইনের দিনে জেলায় ১৫টি স্থায়ী এবং ২,১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ২,১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৫২,৪৪৫ জন (৬-১১) মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং প্রায় ৪,২২,৪৪২ জন (১২-৫৯) মাস বয়সী শিশুদের একটি কে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। কার্যক্রমে সমগ্র জেলায় প্রায় ৪২৫৪ জন স্বেচ্ছা সেবকের পশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ জন মাঠকর্মী কার্যক্রমে নিয়োজিত থাকবেন এবং ১০৪১ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক টিকাদান কেন্দ্র সমূহ সরাসরি তত্তাবধান করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অধীন স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা উক্ত কার্যক্রম সার্বিকভাবে নিয়ন্ত্রণ করবেন।

আরও পড়ুন...