সিরাজগঞ্জে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আত্মহত্যা
শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

পিবিএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে এক মা তার ৮ বছর বয়সী শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার পৌর এলাকা ক্ষুদ্রমাটিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোজিনা খাতুন নামের ৩৬ বছর বয়সী ওই মা ক্ষুদ্রমাটিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদের মাস্টারের স্ত্রী।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, “পারিবারিক কলহের জেরে রোজিনা এই পথ বেছে নেন। মেয়েকে শ্বাসরোধে হত্যার পর তিনি নিজে গলায় ফাঁস নেন।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পিবিএ/এসএলকেে/ এএইচ

আরও পড়ুন...