সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

সোহাগ হাসান,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের সংর্ঘষে পিংকি খাতুন (৩৪) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় প্রাইভেটকারে ড্রাইভার মোশারফ হোসেন, এ্যাডঃ আব্দুল ওয়াহিদ ও তার দুই শিশু সন্তান আহত হয়েছে। নিহত পিংকি খাতুন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকার এ্যাডঃ আব্দুল ওয়াহিদ এর স্ত্রী।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় পঞ্চগড় থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখো-মুখি সংর্ঘষ হয়। এসময় প্রাইভেটকারে ড্রাইভারসহ তিন আহত হয়। তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ শামীমুল হাসান আহত পিংকি খাতুনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে এবং নিহতের মরদেহ স্বজনদের নিকট প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...