সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জে মুঞ্জুরুল ইসলাম (৪৪) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার দাদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মুঞ্জুরুল ইসলাম উপজেলার দাদপুর মহৎপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বেংনাই তেঘুরী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।