সিরাজগঞ্জে সরকারী ছুটির প্রথম দিনেই শহর জনশূন্য

পিবিএ,সিরাজগঞ্জ: করোনা ভাইরাস সংক্রমনরোধে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, সরকার কর্তৃক সাধারন ছুটি ঘোষনা করায় সিরাজগঞ্জ জেলা শহর এখন জনশূন্য হয়ে পড়েছে। জরুরী প্রয়োজন ছাড়া সর্ব শ্রেনীর মানুষ নিজ নিজ গৃহে অবস্থান করছে । দু একটি ঔষধের দোকান ছাড়া সকল প্রকার বিপনী বিতান, মার্কেট, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ রয়েছে ।

শহর এবং মহাসড়কে ভাড়ি যানবাহন বন্ধ রয়েছে । দু একটি পন্যবাহী যানবাহন চলাচল করলেও তা ছিল সিমীত । শহরে ভাইরাস সর্তকীকরনে কোন প্রকার জনসমাবেশ জটলা যাতে করতে না পারে সে জন্য সার্বক্ষনিক ভাবে ভ্রাম্যমান আদালত, পুুলিশেল টহল অব্যাহত রয়েছে। তাছাড়াও সংসদ সদস্য ও পৌর সভার পক্ষ থেকে শহরের অলিতে গলিতে ভাইরাস দমনের ঔষধ স্প্রে করা হয় ।

উল্লেখ্য , ভাইরাস দমনে সরকারী ঘোষনা বাস্তবায়িত হলেও খেটে খাওয়া মানুষেরা পরেছে বিপাকে । এক দিকে যানবাহন বন্ধ অপর দিকে সকল প্রকার দোকান পাট বন্ধ থাকায় এখানে কর্মরত সকল হতদরিদ্রের খাদ্য দ্রব্যের সংকটে ভুগছেন।

সরকারীভাবে এদের ১০ টাকা মূল্যেে চাউল দেবার কথা বলা হলেও বিতরনের দৃশ্য পরিলক্ষিত হয়নি । তাছাড়াও শহরের একাধিক ব্যক্তিকে রিক্সায় উঠা নিশিদ্ধ করা হলে যাত্রীকে দিতে হচ্ছে ডবল ভাড়া ।

এই অবস্থা শহরে বাস্তবায়ীত হলেও গ্রামে গঞ্জের হাট বাজারে দেখা যায় বিভিন্ন চিত্র । মাছ , মাংস, তরকারি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস খোলা আকাশের নিচে দোকান গুলোতে দেখা যায় ব্যাপক ভিড়। তাছাড়া গ্রামের হাট বাজারে পুলিশই কার্যক্রম খুবই সিমীত ।

পিবিএ/সোহাগ লুৎফুল কবির/বিএইচ

আরও পড়ুন...