সিরাজগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবিরের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগম্ট) বিকেল থানা প্রাঙ্গনে হুমায়ন কবিরের সভাপতিত্বে এই সভার আয়োজন করা হয়।

এসময় ওসি সাংবাদিকদের কাছ থেকে জেলার বিভিন্ন বিষয়ে তথ্য জানেন এবং জেলার বর্তমান চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন উদ্যোগের বিষয় অবগত করেন।

এসময় বক্তব্য রাখেন, সদর থানার ওসি (অপারেশন) সুমন চন্দ্র দাস, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনার রশিদ খান হাসান, হেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, এনটিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, এটিএন বাংলা ও নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাইল বাবু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি হিরুক গুণ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি দীলিপ গৌর প্রমুখ। এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ হুমায়ন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস,আই সাইফুল ইসলাম।

আরও পড়ুন...