সোহাগ হাসান,সিরাজগঞ্জ: ডিবিসি টেলিভিশনের সাংবাদিক আব্দুল বারীর (২৭) এর দাফন সম্পূর্ণ হয়েছে। এঘটনায় আব্দুল বারীর পরিবার আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চন্ডিদাসগাঁতীর সৈয়দ আকবর আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে চন্ডিদাসগাঁতী কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
নিহত আব্দুল বারী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে ও ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, তিন ভাই ও তিন বোনের মধ্যে বারি ছিলেন দ্বিতীয়। বারী ছিলেন নম্র ও ভদ্র প্রকৃতির ছেলে। নিহত বারীর পরিবার খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। শুধু বারীকে দেখতে চাচ্ছেন, আর কান্নাকাটি করছেন। পুরো পরিবার শোকে নির্বাক হয়ে গেছেন। তাদের শান্তনা দেওয়ার ভাষা নেই আমাদের।
নিহত বারীর মা আলেয়া বেগমের আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে আছে। বলছেন, ‘আমার ছেলেটার কী দোষ? আমার ছেলের কোন শত্রু নাই। কি কারণে তাকে হত্যা করা হয়েছে। বাবা আমাকে আর মা বলে ডাকবে না। এই বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলছেন।
নিহতের বড় ভাই আব্দুল আলিম জানান, ছোট বেলা থেকে ভীষণ মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন বারী। কোরবানী ঈদে ছুটিতে বাড়িতে আসলে বিয়ে করার কথা ছিলো। মেয়েও দেখা ছিলো। কিন্তু সে আশা স্বপ্নই থেকে গেলো।
নিহতের বাবা আব্দুল্লাহ শেখ বলেন, কি কারণে আমার সান্ত প্রিয় ছেলেটা কে হত্যা করা হয়েছে আমার জানা নেই। আমার ছেলেকে যারাই হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। অতি দ্রুত এই হত্যাকারীদের গ্রেফতার করে আইনের মাধ্যমে শাস্তি চাই।
ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান জানান, নিহত সহকর্মী বারীর ময়নাতদন্তের বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ডিবিসি কার্যালয়ে প্রথম জানাজা নামাজ শেষে মরদেহ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে আনা হয়। পরে বৃহস্পতিবার সকালে নিহতের গ্রামের বাড়িতে ২য় জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।