পিবিএ,সিরাজগঞ্জ: চেক জালিয়াতির মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. মাসুদ বিল্লাহ ফারদীন (৩৫) নামে একজন যুবককে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ সদর থানার পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ বিল্লাহ ফারদিন শহরের মোক্তারপাড়া মহল্লার মৃত মনোয়ার হোসেনের ছেলে।
গ্রেফতারী পরোনা সুত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২০ইং তারিখে রংপুর বিভাগের যুগ্ম দায়রা জজ (দ্বিতীয় আদালত) সাদিয়া সুলতানা এর আদেশে আসামী মো. মাসুদ বিল্লাহ ফারদীন চেক দিয়ে টাকা পরিশোধ না করার অপরাধে ১৮৮১ সালের ১৩৮ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় উক্ত আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকে উল্লেখিত দুই লক্ষ টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক অপু কুমার ঘোষ বলেন, মো. মাসুদ বিল্লাহ ফারদীনের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফারদিনের বাড়ীতে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/সোহাগ হাসান জয়/এসডি