পিবিএ,ঢাকা: র্যাব-১২’র বিশেষ অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় প্রায় ৫০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাইক্রো জব্দ।
গতকাল (২০ জুলাই) দুপুরে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচরস্থ রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৩ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি নোহা-মাইক্রো ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ হেলাল উদ্দিন (২৩) পিতা-মোঃ হারুন ফকির, সাং-আগানগর ইমাম বাড়ী রোড, থানা-কেরানীগঞ্জ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মোঃ হারুন ফকিরের ছেলে ও ২। মোঃ অলি উল্লাহ (২৫), কিশোরগঞ্জ জেলার নান্দইল থানার তাড়াইল গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত নোহা-মাইক্রোর মাধ্যমে সিরাজগঞ্জ জেলারসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।