পিবিএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ব্যাংক ড্রাফট বাবদ মাত্র ১০৩ টাকা জমা দিয়ে পুলিশ কন্সটেবল পদে ১৭৯জনকে চুড়ান্ত নিয়োগ ঘোষণা দেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
মঙ্গলবার (৯ই জুলাই) সন্ধ্যার পর সিরাজগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলশেডে ট্রেইনী রিক্রুড কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন পুুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম)। এসময় তিনি চাকুরী প্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার যোগদিগল গ্রামের হতদরিদ্র রিক্সা চালক মোক্তার হাসানের ছেলে রাকিবুল ইসলামের মত অনেকেই খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন নিয়োগ প্রাপ্তরা। এ সময় অনেকেকে খুশিতে কাঁদতেও দেখা গেছে। এ সময় তারা জানান, বিনা পয়সায় চাকুরী পাব, এটা আমি চিন্তাও করিনি। কিন্তু পেয়েছি। এ জন্য আমি ভীষণ খুশি।
এ বিষয়ে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী (বিপিএম) সাংবাদিকদের বলেন, সার্কুলার হওয়ার পর থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত প্রতিটা ধাপ শতভাগ স্বচ্ছতার সাথে এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রত্যেককে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও আগে থেকে দালাল ও প্রতারক চক্র যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। কোন প্রার্থীরই চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া পর্যন্ত ১০৩ টাকার বেশি এক পয়সাও খরচ হয়নি। বর্তমান সরকারের কঠোর নির্দেশনায় আমরা অঙ্গীকার করেছিলাম ১০৩ টাকায় চাকরি দেয়ার জন্য। সেই অঙ্গীকার আজ বাস্তবায়িত হল। আশা করছি যারা নির্বাচিত হলেন তারা প্রত্যেকে শতভাগ সততার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
পিবিএ/ সোহাগ লুৎফুল কবির/বাখ