সিরাজগঞ্জে ২ অসাধু ঔষধ ব্যবসায়ীকে জরিমানা

পিবিএ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানাধীন এলাকা র‌্যাব ও জেলা প্রাসশকের যৌথ অভিয়ানে ঔষধ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ০২ জন অসাধু ঔষধ ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন । শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২। গত ১৩ আগস্ট ২০২০ খ্রিঃ তারিখ ০৬.৩০ ঘটিকায় একি্রাকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে ১। রাকিব মেডিক্যাল হল নামের একটি প্রতিষ্ঠানের মালিক মোঃ আঃ লতিফ (৪২), পিতা-মোঃ বাদশা শেখ, সাং-শিয়াল কোনা, সিরাজগঞ্জ সদর, ২। মোঃ লিটন প্রামানিক,পিতা-মৃত গেলজার হোসেন, সাং-চরিয়া শিকার, থানা-সলঙ্গা, সিরাজগঞ্জদেরকে, নেশা জাতীয়, মেয়াদ উর্ত্তীন এবং অনুমতি হীন ঔষধ বিক্রয়ের আপরাধে, ঔষধ আইন ১৯৪০ এর ১৮(ক) এবং ২৭ ধারায়, ৫০ হাজার টাকা করে দুজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। এ সময় অভিয়ানে ব্যাবের কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজসহ একটি অভিধানিক দল উহস্থিত ছিলেন। এই অভিয়ান সারাদেশে অব্যহত থাকবে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...