পিবিএ,সিরাজগঞ্জ: বৃহস্পতিবার গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের সদর থানাধীন মুজিব সড়ক বড়গোলাপট্টি বাজারস্থ, থেকে অমল হোমিও হলে এক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত আসামী ১। অমল কুমার সরকার (৩৮),পিতা মৃত নৃত্য গোপাল সরকার, সাং-বড়গোলাপট্টি মুজিব সড়ক , থানা- সিরাজগঞ্জ সদর,০২।সনজিত কুমার ভৌমিক(৩৫) পিতা মৃত ধীরেন্দ্রনাথ ভৌমিক,সাং-ছিদ্রা ভদ্রাঘাট,থানা কামারখন্দ,উভয় জেলা সিরাজগঞ্জ।
তাদের কাছ থেকে ২১৬ বোতল রেকটিফাইড স্পিরিট ও ০২টি মোবাইলসেটএবং ৮০০টাকাউদ্ধার করা হয়
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের ৩৬(১) এর সারণীর ২৪ (খ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
পিবিএ/এসডি