সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নতুন প্রেসিডেন্ট-বাচ্চু

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে চেম্বার কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির হলরুমে ৪০তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসা‌বে উপ‌স্থিত থে‌কে বক্তব্য রা‌খেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ।

সভায় নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় তিনি কাজ করে যাবেন। এছাড়াও সিরাজগঞ্জের উৎপাদিত পণ্য যাতে দেশে ও দেশের বাইরে রফতানি করে সিরাজগঞ্জের অর্থনৈতিক বিপ্লব ঘটানো লক্ষে তিনি ব্যবসায়ীদের পাশে থেকে আজীবন কাজ করার অঙ্গীকার করেন।

সভায় চেম্বারের সদস্য ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন...