পিবিএ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সিরাজদিখানে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। তার ডান হাতের কব্জি থেকে পাঞ্জা কাটা ও ডান পায়ের হাটুর নীচ থেকে পা কাটা, উলঙ্গ ছিল। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।
সোমবার ১৭ আগষ্ট সকাল ১০ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কেসি রোডের পাশ থেকে উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন জানান, স্থানীয়রা খবর দিলে কেসি রোডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে কয়েকদিন আগের। অজ্ঞাতনামা যুবককের লাশটি কোথাও থেকে বন্যার পানিতে ভেসে এসেছে অথবা কেউ ফেলে গেছে। পানি কমে যাওয়ায় কাদার মধ্যে ছিল। তার বয়স ২৫ থেকে ৩০ হতে পারে। তদন্ত করে লাশের পরিচয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিবিএ/মো: আল মামুন/এসডি