পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-২০তে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ। আজ জয় পেলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
এ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
আজকের ম্যাচে খেলতে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসের বার্তা জানিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচই আমরা ভালোভাবে জিতেছি। সামনে আরেকটি ম্যাচ জিতলে আমরা সিরিজটা জিতব। আমার মনে হয়, আমরা যদি প্রক্রিয়াটা ঠিক রাখি, আমরা ভালো করব ইনশাআল্লাহ।
বাঁচা মরার লড়াইয়ে নিউজিল্যান্ড দলে আসতে পারে দুটি পরিবর্তন। ওপেনার টম ব্লান্ডেলের জায়গায় ফিরতে পারেন ফিন অ্যালেন। এছাড়া আগের ম্যাচে অভিষেকের স্বাদ পাওয়া পেসার বেন সিয়ার্স বল হাতে একেবারেই সুবিধা করতে পারেননি। তার পরিবর্তে দেখা যেতে পারে ম্যাট হেনরিকে।
দুই দলের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি ও হামিশ বেনেট।