খালিদ হোসেন মিলু বদলগাছী( নওগাঁ): ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে বদলগাছী উপজেলা শাখা ছাত্রলীগ।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বদলগাছী ডাকবাংলোর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কালো পতাকা উত্তোলন, নিরবতা পালন ও আলোচনা সভা করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
আলোচনা সভায় ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সামসুজামান হিরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। জঙ্গিরা সারাদেশে একযোগে বোমা হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এদেশের ভালো চায় না।’
২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবিদের। বর্তমানে জঙ্গি দমনে কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। কেন্দ্রীয় ছাএলীগ এর নির্দেশ ক্রমে বদলগাছী উপজেলা ছাএলীগ সিরিজ বোমা হামলায় নিহতদের স্বরনে কালো পতাকা উওোলন করে এর তীব্র প্রতিবাদ জানাই ।
উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা ছাএলীগ সাধারন সম্পাদক মোঃ সামসুজামান হিরা, যুগ্ন-সাধারন সম্পাদক আবু জাররা মোঃ বিন জবির পলাশ, সহ-সভাপতি আরাফাত হোসেন ডলার, বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ইমরান হোসেন,অসিত কুমার, আহাদ সরদার বনি,প্রনয়, উজ্জল,পল্লব,পরিতোশ এক্কা, প্রমুখ।
পিবিএ/এসডি