পিবিএ ডেস্ক: রোববার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে একটি গ্রামে হেলিকপ্টার হামলায় ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে জড়িত নয় যোদ্ধা নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ইদলিব প্রদেশের বারিসা গ্রামের একটি বাড়ি ও একটি গাড়ি লক্ষ্য করে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।
এদিকে এর আগে মার্কিন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, একই প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় আইএস নেতা আবু বাকর আল বাগদাদি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পিবিএ/ইকে