সিরিয়া থেকে মার্কিনসেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময় নেই : ওয়াশিংটন

পিবিএ ডেস্ক : সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কোন নির্দিষ্ট সময় সীমা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গ্যারেট মারকুইস। গতকাল শুক্রবার তিনি জানান, যেহেতু আইএস জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ এখনো চলমান তাই বলা যাচ্ছে না ঠিক কবে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু হবে। সেনা প্রত্যাহরের বিষয়টি সম্পন্ন হতে কয়েক মাসও লাগতে পারে।

তিনি জানান, হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এরই মধ্যে মধ্যপ্রাচ্য সফর করবেন। তিনি ইসরায়েল এবং তুরস্ক সফর করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের চেষ্টা করবেন। এছাড়াও সিরিয়া যুদ্ধে মিত্রদেশগুলোর মতামতও জানার প্রয়োজন রয়েছে। এরপরই সেনা প্রত্যাহারের চুড়ান্ত রূপরেখা অর্জিত হবে। পাশাপাশি সিরিয়ায় নিযুক্ত বিশেষ দূত জেমস জেফরিকে নতুন দায়িত্ব দেওয়া হবে। তিনি আইএসের সঙ্গে সমঝোতার সংলাপের আয়োজনের লক্ষ্যে কাজ করবেন।

উল্লেখ্য, গত ডিসম্বর মাসে সবাইকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। ওই ঘোষণার পরই তিনি সিরিয়ায় মার্কিন মিত্র দেশগুলোর সমালোচনার মুখে পড়েন। এর জেরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জেমস ম্যাটিস। কিন্তু তাতেও নিজ সিদ্ধান্তে অনড় থাকেন ট্রাম্প। স্বাক্ষর করেন সেনা প্রত্যাহারের আদেশনামায়। কিন্তু পরবর্তীতে অবস্থার গুরুত্ব বুঝতে পেরে এ বিষয়ে অধিকতর চিন্তা-ভাবনার বিষয়ে সম্মত হন। তবে গ্যারেট মারকুইস নিশ্চিত করেছেন যে, সিরিয়ায় দীর্ঘ মেয়াদে অবস্থান করবে না মার্কিন সেনারা। আইএসের মূল উৎপাটন হলেই সেখান থেকে সরে আসবেন তারা।

পিবিএ/জিজি

 

আরও পড়ুন...