গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে মুক্ত থাকার উপায়

পিবিএ ডেস্ক: সম্প্রতিকালে গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা খবরের কাগজে একটি ধারাবাহিক ঘটনা হয়ে দাাঁড়িয়েছে । এই ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সাবধানতা অবলম্বন করা প্রতিটি মানুষের খুবই দরকার।

গ্যাস সিলিন্ডার অনেকেরই কাজের নিত্য দিনের সঙ্গী। সাধারণত গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করে থাকে। তাই অনেকের মধ্যেই এক ধরনের আতঙ্ক কাজ করে।
আমাদের যান্ত্রিক জীবনে ব্যস্ততা ও তাড়াহুড়োর কোনো শেষ নেই। তবে এরমধ্যে একটু সতর্ক থাকলেই কিন্তু এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ থেকে মুক্ত থাকার উপায়গুলো-

১. এলপিজি গ্যাস সিলিন্ডার খাড়াভাবে রাখা, গ্যাস সিলিন্ডারকে মেঝের সমতলে রাখা এবং চুলা বা অন্য কোনো এলপিজি ব্যবহারযন্ত্রকে সিলিন্ডারের চেয়ে উঁচুতে রাখা।

২. সিলিন্ডারের সেফটি ক্যাপ সিলিন্ডারের সঙ্গে রাখা। ব্যবহার শেষে সিলিন্ডার বাল্বের মুখে সেফটি ক্যাপ আটকে রাখতে হবে।

৩. রান্নার সময় দরজা-জানালা খোলা রাখা এবং রান্না শেষে চুলার সুইচ বন্ধ করা হয়েছে কিনা তা ভালো করে চেক করে দেখা।

৪. রাতে ঘুমানোর সময় কখনও গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবেন না এবং অবশ্যই চুলার সুইচ বন্ধ আছে কিনা চেক করে দেখবেন।

৫. সিলিন্ডার উচ্চ চাপ বা তাপ পেতে পারে এমন জায়গায় রাখবেন না। গরম হতে পারে এমন কোনো কাজ করবেন না।

৬. অনেকেই গ্যাসের রেগুলেটর বা দেশলাই ব্যবহারের পর অবহেলার সঙ্গে তা সিলিন্ডারের ওপরেই রেখে দেন। এই দুটি জিনিসের মধ্যে সব সময় দূরত্ব বজায় রাখুন।

৭. বেলুনে গ্যাস ভরানোর সময়ও অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। এই দুঘটনা এড়াতে সিলিন্ডার ব্যবহারকারীকে অবশ্যই সেটির মেয়াদ আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা সেগুলো পরীক্ষা করতে হবে। আগুন থেকে সতর্ক থাকতে হবে।

৮. গ্যাসের গন্ধ পেলে রান্নাঘর থেকে বেরিয়ে আসুন। এ অবস্থায় কখনোই কোনো সুইচ বোর্ড বা বৈদ্যুতিক সরঞ্জাম চালু করবেন না। গ্যাস কোথা থেকে বের হচ্ছে দ্রুত তা সনাক্ত করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

৯. গাড়িতে এলপিজি বা সিলিন্ডার গ্যাস ব্যবহারে সতর্ক থাকুন। নিয়মিত গাড়িতে ব্যবহার করা সিলিন্ডার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করিয়ে নিন। কোনোক্রমেই মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার করবেন না।

১০. ব্যবহৃত গ্যাসের চুলার যন্ত্রাংশ এবং নপ ঠিক আছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। আর না থাকলে তা মেরামতের ব্যবস্থা করা। এছাড়া সিলিন্ডারের মেয়াদ আছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে।

এ ধরনের ছোট ছোট কিছু সতর্কতা অবলম্বন করলেই বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এড়ানো সম্ভব।

পিবিএ/জা/হক

আরও পড়ুন...