পিবিএ,সিলেট: সিলেট থেকে প্রচারিত অনলাইন ফিচার পোর্টাল সিলেটবিডি.কম (sylhetbd.com), সিলেট থেকে বিশ্বময় সিলেটের কথা বলে।
৩৬০ আওলিয়ার পূণ্য ভূমি সিলেট বাংলাদেশের একটি অন্যতম প্রশাসনিক বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা নিয়ে বিস্তৃত সিলেট-ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক স্বাতন্ত্রে এবং ভাষাগত ঐশর্যে বিশ্বময় সুপরিচিত।
এই ডিজিটাল যুগে বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটি, সিলেটে বসবাসকারী, নন-রেসিডেন্ট সিলেটি, সিলেটি বংশদ্ভোত ও প্রবাসী সকলকে এক সুতোয় গাঁথার ক্ষুদ্র প্রয়াস নিয়ে সিলেটবিডির পথ চলা শুরু।
জাতীয় ও আঞ্চলিক পরিধিতে সমসাময়িক ঘটনাগুলোর পেছনের গল্প, বিশ্লেষণ ও গবেষণাধর্মী ফিচার নিয়ে সিলেটবিডি ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। সেই সাথে তুলে ধরছে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে।
প্রবাসীবহুল সিলেটে আবহমান কাল থেকে আকাশ সংস্কৃতির প্রভাব প্রবল।ফলে সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ আজ বিলুপ্তির পথে। সিলেটের ঐতিহ্য সমূহ ধারণ ও লালন করতে সিলেটবিডি বদ্ধ পরিকর।
প্রতিদিনের চলমান ঘটনাগুলো বস্তুনিষ্ঠ বিশ্লেষণসহ মজার মজার ফিচার পড়তে ভিজিট করুন সিলেট বিডি ডট কম।
পিবিএ/এইচএইচ