সিলেটে নৌকাডুবিতে সুনামগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু

পিবিএ, সুনামগঞ্জ: সিলেটের কোম্পানিগঞ্জে নৌকাডুবিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ভাটেরটেক গ্রামের আবু তাহেরের ছেলে নাঈম হোসেন (১৮) ও আবু শ্যামার ছেলে জমির হোসেন (১৫)।রোববার সন্ধ্যায় ধলাই নদীর রাজনগর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ রাজনগরে ধলাই নদীতে বালুবোঝাই নৌকায় শ্রমিকদের কাজ করতেন তারা । এবং দিনের বেলা প্রচুর বৃষ্টিপাতের ফলে বৃষ্টিপাতের ফলে শ্রমিকরা নৌকায় ঘুমিয়ে ছিলেন । এ সময় নৌকায় পানি জমে নৌকাটি পানির নীচে তুলিয়ে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয় পরে ডুবুরি দিয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম নৌকা ডুবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/জাকির/হক

আরও পড়ুন...