সিলেটের সুরমা নদীতে শিশুর লাশ উদ্ধার: সৎ মা আটক

পিবিএ, সিলেট : সিলেটের সুরমা নদীতে সৎ মায়ের ফেলে দেয়া শিশু মাহার (৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩ টার দিকে লামাকাজি এলাকায় সুরমা নদীতে শিশুর লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে নিয়ে আসে। শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনায় আটক সৎ মা সালমা বেগম কে আদালতের নির্দেশে কারাগারে প্রেরন করা হয়েছে। জালালাবাদ থানা সুত্রে জানা যায়, শুক্রবার (৫জুলাই) বিকেলে পারিবারিক কলহের জের ধরে টুকেরবাজার সেতু থেকে সুরমা নদীতে সতীনের পাঁচবছর বয়সী শিশুকন্যাকে ফেলে দেয় সৎ মা সালমা বেগম। এসময় স্থানীয় জনতা ফেলে দেয়ার ঘটনা দেখতে পেয়ে সালমা বেগমকে আটক করে পুলিশে সোর্পদ করে।আটক সালমা বেগম (২৮) সিলেট মহানগরীর জালালাবাদ থানার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের স্ত্রী। শুক্রবার ওই শিশুর বাবা জিয়াউল হক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামী করা হয় শিশুর সৎমা ও জিয়াউলের দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে। শনিবার সালমাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

শাহেদুর রহমান জুনেদ/পিবিএ/বাখ

আরও পড়ুন...