সিলেটে বিদেশি রিভলবারসহ অস্ত্রব্যবসায়ী আটক

পিবিএ,সিলেট: সিলেট মহানগরী হতে বিদেশি রিভলবার গুলিসহ আব্দুল কাইয়ুম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সিলেট মহানগরীর কালিঘাটস্থ শাহচট সড়ক থেকে তাকে আটক করা হয়।,আটককৃত কাইয়ুম সিলেট মহানগরীর কাজিটুলা আবাসিক এলাকার আব্দুল মোনাফের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-৯’সিলেটের মিডিয়া অফিসার মেজর মো. শওকাতুল মোনায়েম গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-৯ সিপিসি ১ এর উয়িং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এক অভিযানে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট মহানগরীর কালিঘাটস্থ শাহচট সড়ক থেকে আব্দুল কাইয়ুমকে আটক করা হয়।,
এরপর আটকস্থলে তার হেফাজত থাকা ১টি বিদেশি রিভলবার, ১টি শটগান, ২ রাউন্ড গুলি ও কার্তুজ জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ তাকে বিকেলে কোতোয়ালি থানায় হস্তান্তর করার পর র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেজর শওকাতুল মোনায়েম।, হাবিব সরোয়ার

পিবিএ/আজাদ/হক

আরও পড়ুন...