পিবিএ,সিলেট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন যমুনা টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল।
শুক্রবার বিকেলে যমুনা টেলিভিশন সিলেট ব্যুরো অফিসেও আয়োজন করা হয় কেককাটা সহ নানা আয়োজন মালার। বিকেলে যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো অফিসে আয়োজন করা হয় কেক কাটাসহ নানা অনুষ্ঠানমালার।
যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার মাইদুল ইসলাম রাসেল ও ভিডিও জার্নালিস্ট নিরানন্দপালের পরিচালনায় অনুষ্ঠানে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান সিলেটে রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে আসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ সিদ্দীকি, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিম, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহিন, মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (মিডিয়া) জেদান আল মূসা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শামছুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, কম্পিউটার সমিতি সিলেটের সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, প্রবাসী সাংবাদিক মাহবুবুর রহমান, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সাবেক সভাপতি আশরাফুল কবির, সাবেক সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু দৈনিক সিলেটের ডাকের আহমেদ সেলিম, যুগান্তর সিলেট ব্যুরোর রিপোর্টার ইয়াহ্ইয়া মারুফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দিগেন সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, বিভাগীয় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক শংকর দাস, এনটিভির ক্যামেরাপার্সন আনিস রহমান, নিউজ ২৪ টিভির ক্যামেরাপার্সন শফি আহমদ, যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর ভিডিও জার্নালিস্ট শাকিল আহমদ সোহাগ, টেকনিশিয়ান সৌরভ পাল সুমিত প্রমুখ।
পিবিএ/এইচএ/হক