পিবিএ, ঢাকা: আজ দুপুর ২টা ১০ মিনিটে সিলেট এসে পৌঁছার কথা থাকলেও ফ্লাইট দেরি হওয়ার কারণে বিকাল ৪টার দিকে সিলেট এসে পৌঁছান ঐক্যফ্রন্টের র্শীর্ষ নেতারা । মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সিলেটে পৌঁছেছেন।
বেলা সাড়ে ৪টার দিকে শাহজালাল মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তারা। এসময় মাজার এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং পথসভা করবেন বলে জানা গেছে।
পরবর্তীতে শাহ পরাণ মাজার জিয়ারত করে ওই এলাকায় গণসংযোগ করবেন তারা। সন্ধ্যার ৭টার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
পিবিএ/এফএস
আরও পড়ুন: