সিয়াম-মিম এর নতুন জুটি

পিবিএ ঢাকা: এ সময়ের জনপ্রিয় দুই চিত্রতারকা বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ । এবারই প্রথম তাদের জুটি করে নতুন সিনেমা তৈরি করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রপরিচালক রায়হান রাফি।

চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে, কিন্তু মুভির নাম ঠিক হয়নি। ২৬ অক্টোবর থেকে এর শ্যুটিং শুরু হওয়ার কথা। এর আগে সিয়ামকে নিয়ে ‘পোড়ামন-২’ ও ‘দহন’-এর মতো দুটি ব্যবসাসফল সিনেমা করেছেন পরিচালক রায়হান রাফি। আর মিমকে নিয়ে এখন নির্মাণ করছেন ‘পরাণ’ নামের একটি সিনেমা। রায়হান রাফি জানান, সীমান্তবর্তী অঞ্চলের একটি বাস্তব ঘটনাকে ঘিরে মুভির গল্প। গত রবিবার রাতে মিম মুভিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সিয়ামের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি চিত্রনাট্যটি পড়ে কাজ করার ব্যাপারে মত দিয়েছেন। আগামী দু এক দিনের মধ্যে চুক্তি হয়ে যাবে।

সিয়াম আহমেদ বলেন, ‘মুভিটি নিয়ে পরিচালকের সঙ্গে কয়েকদিন বসেছি। এর গল্প শুনেছি। আমার চরিত্রটি ঠিকঠাক বুঝে নিচ্ছি। মুভিতে কাজ করার বিষয়টিও অনেকদূর এগিয়েছে। আলোচনা মোটামুটি চ‚ড়ান্ত। কিন্তু আমার শিডিউল নিয়ে সমস্যা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মাত্র গিয়াসউদ্দিন সেলিমের “পাপ পুণ্য” সিনেমার শ্যুটিং শেষ করেছি। এ মাসেই “বিশ্ব সুন্দরী” মুভির ছয় দিনের শিডিউল দেওয়া আছে। “শান” মুভির বাকি কাজ করতে হবে। এখন রাফি চান তার মুভির কাজ টানা শেষ করতে। যদি ২৬ অক্টোবর এর কাজ শুরু হয়, তাহলে দুই ধাপে কাজ করতে হবে। তা না হলে হয়তো এই মুভিতে কাজ করা সম্ভব হবে না। পরিচালককে বলেছি, শ্যুটিং যদি কিছুটা সময় পেছানো যায় তাহলে আমার জন্য সুবিধা হবে।’

সিয়াম আরও বলেন, ‘রায়হান রাফির সঙ্গে পোড়ামন- ২ ও দহন মুভি দর্শক ভালোভাবে নিয়েছেন। আমাদের এই জুটির ওপর আস্থা আছে দর্শকদের। আশা করছি ভালো কিছু হবে। শুধু এই সিনেমাটিই নয়, আরও দুই-তিনটি সিনেমা নিয়েও আমার সঙ্গে রাফির কথা হয়েছে। প্রতিটি গল্পই অসাধারণ। এতদিন এই গল্পগুলো নিয়ে কাজ করা ঠিক হবে কি না তা নিয়ে আমরা দ্বিধায় ছিলাম। কিন্তু এখন সেই দ্বিধা আর নেই। আমাদের দর্শকের রুচি ও পছন্দ এখন আগের চেয়ে অনেক বদলে গেছে। এখনই সময় এক্সপেরিমেন্টাল গল্পগুলো বলা।’

ব্যাটে-বলে মিললে এটিই হবে সিয়াম-মিমের প্রথম কাজ। এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘যদিও মিমের সঙ্গে আমার আগে কোনো কাজ হয়নি, কিন্তু পর্দায় দেখতে তাকে সবসময় ভালোলাগে আমার। আশা করছি আমাদের জুটি দর্শক পছন্দ করবে।’

গত শুক্রবার মুক্তি পাওয়া মিম ও আরিফিন শুভ অভিনীত ‘সাপলুডু’ সিনেমাটি দর্শক গ্রহণ করেছে জেনে খুব খুশি সিয়াম। বললেন, ‘আমি সত্যিই খুব খুশি। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুসংবাদ। দর্শকের হলে যাওয়ার এই ট্রেন্ড সারা বছর থাকলে আমরাই উপকৃত হব। বিশেষ করে আরিফিন শুভর সিনেমাটি ভালো করছে বলে আমি খুব খুশি। কারণ এরই মধ্যে তার বেশ বড় একটি বিরতি ছিল পর্দায়। তিনি দারুনভাবে ফিরলেন। ভালো নায়ক হওয়ার সব গুণই তার মধ্যে আছে।’

নতুন এই সিনেমা নিয়ে মিম বলেন, ‘গত রবিবার রাতে চুক্তি করেছি। রাফির পরিচালনায় প্রথম কাজ করলাম “পরাণ” মুভিতে। দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

পিবিএ/ইকে

আরও পড়ুন...