পিবিএ,ধামরাই: ধামরাইয়ে সি এন জি পরিবহন থেকে পুলিশের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে মুক্তিযোদ্বাসহ চিহিৃত চাঁদাবাজরা ।
জানাগেছে ,ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর বাসষ্ট্যান্ডে সি এন জি পরিবহনে এলাকার চিহিৃত চাঁদবাজ সোনাম মোল্লা , জাহাঙ্গীর পুলিশ , আবুল হোসেন , মুক্তিযোদ্বা হবি মেম্বার মিলে ধামরাই থানা ও হাইওয়ে পুলিশকে ম্যানেজ করার জন্য প্রতিটি সি এন জি পরিবহন থেকে ৫শত টাকা করে চাঁদা আদায় করছে ।
এদিকে শ্রীরামপুর বাসষ্ট্যান্ডে ৭০/৮০ টি সিএন জি চলায় চাঁদাবাজরা পরিবহন মালিকদের কাছে থেকে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করছে পুলিশের নামে। যদি কোন সি এিন জি চালক এই চাঁদা দিতে অস্বিকার করে তাহলে ঐ চালককে মারধর সহ তার যানবাহন চলাচল বন্ধ করে দেয় রোডে ।
এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে সি এন জি পরিবহন চলাচল নিষেধ থাকলে ও পুলিশকে ঐ চাাঁবাজরা অর্থের বিনিময়ে ম্যানেজ করে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন অবাধে চালিয়ে যাচ্ছে । সি এন জি যানবাহ গুলোর অদক্ষ ড্রাইভারের কারনে মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটেই চলছে । তথা কথিত কোযাদক্ষ চাঁদাবাজ জাহাঙ্গীর পুলিশ ( অব: ) পি বি এ’কে বলেন , সি এন জি চালকদের চাঁদার টাকা গুলোর আমরা মুক্তিযোদ্বা হবি মেম্বারকে দেই। তিনিই হাইওয়ে ও থানার পুলিশকে ম্যানেজ করে থাকে । পুলিশ হল জনগনের রক্ষক সেই রক্ষকই যদি হয় ভক্ষকের ভুমিকায় তা হলে সাধারন জনগন কোথায় গিয়ে দাড়াবে । সি এন জি পরিবহন থেকে পুলিশের নামে যে চাঁদা আদায় হচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে এখন ধামরাই সচেতন মহলের প্রশ্ন ।
এব্যাপারে গোলড়া হাইওয়ে পুলিশের ওসি লুৎফর রহমান পিবিএ’কে বলেন , আমি ব্যাপারটি খোঁজ খবর নিয়ে দেখব ।
পিবিএি/এএইচ/হক