সীতাকুণ্ডে ধ্বংসস্তূপে পরিণত ৩ কারখানা, ক্ষতিগ্রস্ত ৩০ ভবন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় পাশের তিন কারখানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ৩০টি ভবন।

বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন আরো অন্তত ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ স্টেশনের নয়টি ইউনিট। তাদের পাশাপাশি মরদেহ উদ্ধারে সহযোগিতা করছেন স্থানীয় গাউছিয়া কমিটির কর্মীরা।

সীতাকুণ্ডের ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, ছয়জন মারা গেছেন। ১৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ৯টি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মো. নূর হোসেন, মো. আরাফাত, মোতালেব, ফেনসি, মো. জসিম উদ্দিন, নারায়ণ, মো. ফোরকান, শাহরিয়ার, মো. জাহিদ হাসান।

আরও পড়ুন...