সীতাকুন্ডে জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে নিহত এক : আহত ৫

পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে পুরাতন জাহাজ কাটার সময় অগ্নিদগ্ধ হয়ে মো. রুবেল নামে এক শ্রমিক মারা গেছেন । আহত হয়েছেন আরো ৫জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার পশ্চিমে প্রিমিয়ার ট্রেড কর্পোরেশন ও মাহিনুর শীপ রিসাইক্লিন নামে শীপ ব্রেকিং এর মালিকানাধীন পুরাতন জাহাজে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মোঃ রুবেল (২৫) নোয়াখালীর সেনবাগ থানার কদিরপুর গ্রামের শেখ আহমদের ছেলে। তিনি ওই ইয়ার্ডের কাটিং শ্রমিক ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সীতাকুন্ড থেকে অগ্নিদগ্ধাবস্থায় ৬ জনকে আনার পর চিকিৎসকরা রুবেল নামে একজনকে মৃত ঘোষণা করেছেন। বাকী ৫ জনকে বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নূরুন্নবী মানিকের মালিকানাধীন স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় সকালে পাম্প রুমে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে শ্রমিকরা অগ্নিদদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।

এদিকে জাহাজ শ্রমিকদের কল্যানে কাজ করা এনজিও শীপ ব্রেকিং প্ল্যাটফর্ম এর সমন্বয়ক মোহাম্মদ আলী শাহীন জানান, অগ্নিদুর্ঘটনার পর থেকে সাহাবুদ্দিন নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পেরেছি।

অগ্নিদগ্ধে আহত শ্রমিকরা হলেন-মোঃ মাসুদ (১৯) পিতা, গিয়াস সদ্দার, সাং পাইকপাড়া, থানা- মান্দা জেলা- নাওগাঁ। মোঃ সোহেল (২২) পিতা-মোঃ খোকা, সাং-হাসান গাজী থানা-সদর, জেলা-নওগাঁ, আল আমিন (২৭) পিতা-হয়রত, সাং- খামার দাগা থানা-পুটিয়া, জেলা-রাজশাহী। মোঃ জলিল (৩০) সাং- সদর জেলা-নাওগাঁ। মামুনুল ইসলাম (২৭) পিতাঃ মৃত এস এম নজরুল
ইসলাম, সাং-বার আউলিয়া, থানা- সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম।

পিবিএ/জেএম/জেডআই

আরও পড়ুন...