পিবিএ,চট্রগ্রাম: গত কাল ২৩শে আগষ্ট দুপুর ১২ টায় চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলাধীন ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সেচ্ছাসেবকলীগের সভাপতি এমরান উদ্দিন ও একই ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি জসিম উদ্দিন এর বিরোদ্ধে হামলার অভিযোগ করেছে আহত ব্যক্তিরা। গত কাল সকালে সাহাবউদ্দিন মার্কেট এর মালিকপক্ষ ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায়ের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় কথিত আওয়ামীলীগ নেতা ও তাদের লোকজন হামলা চালালে মোঃ ইফতেখারুল আলম রাসেল ও জুনায়েদ আলম আহত হন ।
পরে মোঃ ইফতেখারুল আলম রাসেল ৯৯৯ ফোন করলে সীতাকুণ্ড থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য প্রেরণ করেন বলে জানা যায়।
গত ১৩ ফেব্রুয়ারি সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়াড়ের সেচ্ছাসেবকলীগের সভাপতি এমরান উদ্দিন সন্ত্রাসী বাহিনী নিয়ে মালিক পক্ষের কাছে চাঁদা দাবী করলে সাহাবউদ্দিন মার্কেট এর মালিক পক্ষ চাঁদা দিতে রাজী না হলে একই কায়দায় হামলা চালায়। যার পরিপেক্ষিতে মোঃ ইফতেখারুল আলম রাসেল বাদী হয়ে সীতাকুন্ড সহকারী জজ আদালত (মামলা নং ১৭) চীপ জুড়িশিয়াল ম্যাজিট্রেট আদালত ( সি আর মামলা ৩৭) ও অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে তার বিরোদ্ধে একাধিক মামলা করেন।
মার্কেট মালেক ইফতেখারুল আলম রাসেল জানান, ডেভলপার কোম্পানী চলে যাওয়ার সময়ে মার্কেট টি আমাদের কাছে হস্তান্তর করে যায় এবং প্রত্যেকটা ভাড়াটিয়ার সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে।মিটার ও আমাদের নামে কিন্তু সেই দলীয় প্রভাব বিস্তার করে এই জায়গার মালিকানা দাবী করছে। গতকাল আমরা ভাড়ার জন্য আসলে এমরার তার ভাই তাদের সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালালে আমি এবং আমার ভাই আহত হয়।
ওয়াড় সেচ্ছাসেবকলীগের সভাপতি এমরান উদ্দিন জানান,আমার ভাই শামসুল আলম কুলসুমা খাতুন থেকে জায়গাটি পাওয়ার নেই। পাওয়ার মূলে এই জায়গার মালিক আমরা। এখানে রাসেলের কোন কিছুই নেই।
ওয়াড় আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি সদস্য জহুরুল আলম জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং একই সময়ে অন্য একটা বিচার কার্য পরিচালনা করায় তিনি ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল জানান, ২০১৩ সাল থেকে মার্কেটটি রাসেলরা ভোগ দখল করছে। গতকাল তারা ভাড়ার জন্য আসলে তাদের উপর এই হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই সাজিব জানান, গতকাল ট্রিপল নাইনে ফোন করলে সীতাকুন্ড থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ইফতেখারুল ইসালাম রাসেল একটি লিখিত অভিযোগ দেন এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
পিবিএ/এসডি