সীমানা জটিলতায় ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

ফাইল ছবি

ইউনুছ আলী আনন্দ, পিবিএ, কুড়িগ্রাম : রবিবার ১০ মার্চের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন উচ্চ আদালতের একটি আদেশের ফলে স্থগিত করেছে জেলা নির্বাচন অফিস। বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দা শরিফ উদ্দিনের দায়ের করা রিটের প্রেক্ষিতে এ স্থগিতের আদেশ দেয় আদালত।

শুক্রবার বিকেলে জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বিষয়টি পিবিএ’কে নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম বলেন, শরিফ উদ্দিনের দায়ের করা হাই কোর্ট ডিভিশনের রিট পিটিশন নাম্বার ২২১৯/২০১৯ এর প্রেক্ষিতে হাই কোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সাথে একীভূত হওয়ার পর এই এলাকার অধিবাসীদের পার্শ্ববর্তী তিন ইউনিয়নের সাথে যুক্ত করে দেয়া হয়। ছিট বিনিময়ের পর থেকে সেখানকার মানুষজন দাসিয়ারছড়াকে একটি আলাদা ইউনিয়ন পরিষদ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল।

কিন্তু বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার বাসিন্দাদের ফুলবাড়ী, ভাঙ্গামোড় ও কাশিপুর ইউনিয়নের সঙ্গে পৃথকভাবে সীমনা নির্ধারণ ও ভোটার তালিকা করা হয়। এর আপত্তি জানিয়ে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা উত্তর কামালপুর গ্রামের শরীফ উদ্দিন গত ৬ মার্চ ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। তার রিটের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়। এরই প্রেক্ষিতে ফুলবাড় উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রেখেছে জেলা নির্বাচন
অফিস।

এদিকে নির্বাচনের মাত্র ২ দিন বাকি থাকতে শুক্রবার নির্বাচন স্থগিতের এ খবরে ফুলবাড়ী উপজেলার সর্বত্রে শুরু হয়েছে তোলপাড়। এখানকার ৬ টি ইউনিয়নের ১ লাখ ২৬ হাজার ৪৯৭ ভোটারের মাঝে এই ঘটনা বিরাজ করে।

বিশেষ করে নির্বাচন স্থগিতের কারণে এ উপজেলার ২ চেয়ারম্যান প্রার্থী, ৩ পুরুষ ভাইস চেয়াম্যান প্রার্থী ও ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...

preload imagepreload image