সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাক সেনা নিহত

পিবিএ ডেস্ক: ভারত এবং পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে এক পাক সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের দাবি, বিনা উসকানিতে ভারতীয় সেনারা নিয়ন্ত্রণরেখায় পাক সেনাবাহিনীর ওপর গুলি চালিয়েছে।

পাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার নিয়ন্ত্রণরেখার বাত্তাল, সাতওয়াল, খঞ্জর, নিকয়াল এবং জানদ্রোত সেক্টরে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় সেনাবাহিনী। ওই বিবৃতিতে বলা হয়েছে, গোলাগুলিতে পাক সেনা সদস্য হাবিলদার মানজুর আব্বাসি নিহত হয়েছেন। ভারতীয় সেনাদের গোলাগুলিতে আরও দুই তরুণী এবং একজন বয়স্ক নারীসহ চারজন আহত হয়েছেন।

ভারতীয় সেনাদের হামলার বিরুদ্ধে জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। ভারতীয় সেনাদের যেসব পোস্ট থেকে গুলি চালানো হয়েছে সেগুলো লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে পাক সেনারা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...