সীমান্তে মাটির নিচে ১১শ বোতল ফেন্সিডিল আটক

পিবিএ,বেনাপোল: যশোরের শার্শার শিকারপুর সীমান্তের একটি বাগানের মাটির নিচে থেকে ১১শ বোতল ফেন্সিডিল জব্দ করেছে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।

রোববার রাতে গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল অভিযান চালিয়ে শার্শা সীমান্ত থেকে ফেনসিডিল জব্দ করেছে । তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য নিয়ে শিকারপুর সীমান্তে অবস্থান করছে
চোরাকারবারীরা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখানে সীমান্ত ঘেঁষা এলাকার একটি বাগানে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১১শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান,শার্শার শিকারপুর সীমান্ত থেকে ১১শ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়েছে। আটক মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা দেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...