সীমান্তে হত্যার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

comilla-univercgty-pba

পিবিএ,কুমিল্লা: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কতৃক কিশোর ছাত্রসহ ১ জন শিক্ষক ও একজন কৃষক হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরবঙ্গ ছাত্র পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি)।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান ।

সজল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মাহমুদুন নবী, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বহরমপুর গ্রামে বিজিবি কতৃক ‘ভারতীয় চোরাচালানকৃত গরু’ সন্দেহে এক কৃষকের ৬ মাস গৃহপালিত গরু জব্দ করা নিয়ে বিজিবির সাথে গ্রামবাসীর দ্বন্দ্ব শুরু হয়ে এক পর্যায়ে বিজিবি সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করা শুরু করলে ঘটনাস্থলে ১২ বছর বয়সী এক কিশোর ছাত্র, ১ জন শিক্ষক, ১ জন কৃষক নিহত হন এবং ১৫ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়।

পিবিএ/জেআই/হক

আরও পড়ুন...