সুইজারল্যান্ডে জাতিসংঘ দফতরের বাইরে আত্মহত্যার চেষ্টা এক কুর্দির

পিবিএ ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বাইরে এক সিরীয় কুর্দি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।


তাকে চিকিৎসা দেয়া হয়েছে বলে বুধবার পুলিশের বরাত দিয়ে এএফপি জানিয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জার্মানির বাসিন্দা ৩১ বছরের ওই ব্যক্তি তার এ হত্যাচেষ্টার কারণ ব্যাখ্যা করেননি বলে জানিয়েছেন জেনেভা পুলিশের মুখপাত্র সিলভাইন গুইলাউম-জেনটিল। তিনি বলেন, ‘আমরা তার কারণটি কল্পনা করতে পারি। তবে আমাদের কাছে সুদৃঢ় কোনো তথ্য নেই।’

৯ অক্টোবর উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানে নামে তুরস্ক। এর বিরুদ্ধে কুর্দিরা বিক্ষোভ করে আসছে। অনেকেই উদভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...