পিবিএ ডেস্ক: একজন ব্যক্তিসচেতন মানুষের পক্ষে সুগন্ধি ছাড়া বাইরে বের হওয়া অসম্ভব একটি ব্যাপার। প্রয়োজনে যেন ব্যবহার করা যায়, এজন্য পছন্দসই একটি সুগন্ধি বোতল তার ব্যাগেও থাকে। কিন্তু সুগন্ধি বোতল স্প্রে করার সঙ্গে সঙ্গে পরিবেশকে দূষিত করছেন কিনা, তা ভেবেছেন কখনো?
গরমকালে সুগন্ধিকে আবশ্যক বললে ভুল হবে না মোটেও। এসব সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামসহ নানা ধরনের রাসায়নিক পদার্থ। বলাই বাহুল্য, প্রকৃতি নিয়ে যারা খুব ভাবেন, তাদেরও অনেক সময় নিরুপায় হয়ে বাজারের রাসায়নিক উপাদানে ভরপুর ডিওডোরেন্ট স্প্রে ব্যবহার করতে হয়। তবে একটু সময় নিয়ে বাড়িতেই তৈরি করে নেয়া যায় প্রাকৃতিক উপাদানযুক্ত ডিওডোরেন্ট, যা দিনভর সুগন্ধ ধরে রাখবে। এগুলো ত্বকের জন্যও নিরাপদ, পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব ফেলবে না।
ঘরেই নারকেল তেল দিয়ে খুব ভালো ডিওডোরেন্ট তৈরি করে নেয়া যায়। নারকেল তেল ত্বকের জন্য খুবই উপকারী। উপরন্তু এটি রোদের প্রকোপ থেকেও ত্বককে রক্ষা করে। ছয় টেবিল চামচ নারকেল তেল, চার টেবিল চামচ বেকিং সোডা, চার টেবিল চামচ অ্যারারুট ও এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে ডিওডোরেন্ট তৈরি করে নিতে পারেন।
একটি পাত্রে বেকিং সোডা ও অ্যারারুট মেশান। নারকেল তেল দিয়ে ভালোভাবে নাড়ুন। পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে ছোট গ্লাস, জার বা পুরনো ডিওডোরেন্টের কৌটায় করে ফ্রিজে রেখে দিন।
নারকেল তেল, বেকিং সোডা, শিয়া বাটার, অ্যারারুট, এসেনশিয়াল অয়েল দিয়েও তৈরি করে নেয়া যায় ভালো ডিওডোরেন্ট। চুলায় অ্যালুমিনিয়ামের পাত্রে মাঝারি আঁচে শিয়া বাটার গলিয়ে নিন। এরপর নারকেল তেল দিন। তারপর পাত্রটিকে চুলা থেকে নামিয়ে নিন। যোগ করুন বেকিং সোডা ও অ্যারারুট। অ্যারারুট না থাকলে বেশি পরিমাণে বেকিং সোডা দিন। এবার সবটা উপকরণকে ভালোভাবে মেশান। সবশেষে এসেনশিয়াল অয়েল দিয়ে মিশ্রণটি একটি কাচের পাত্রে ঢেলে সংগ্রহ করুন। তবে এটি ফ্রিজে রাখার দরকার নেই। কয়েক ঘণ্টার মধ্যে মিশ্রণটি শক্ত হয়ে যাবে। ব্যবহারের সুবিধার্থে পুরনো ডিওডোরেন্টের জারে ভরে নিতে পারেন।
প্রাকৃতিক উপায়ে তৈরি এসব ডিওডোরেন্ট ঘাম শুষে নেয়। তবে এ উপায়ে ডিওডোরেন্ট তৈরিতে খেয়াল রাখতে হবে কিছু বিষয়। অনেকের বেলায় বেকিং সোডা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে বেকিং সোডার ডিওডোরেন্টের পরিবর্তে লেবুর রস অথবা গোলাপজল দিয়ে স্প্রে বানিয়ে নিন। পানিতে লেবুর রস বা গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে রাখুন। তাতে যেন অবশ্যই এসেনশিয়াল অয়েল থাকে।
পিবিএ/এফএস